অভিনয় দক্ষতায় দর্শকদের পছন্দের অভিনেত্রী সাক্ষী
গত দুবছরে ভালো অভিনয় করে নিজের একটা পরিচিতি তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী সাক্ষী রায়। বেশ কয়েকবছর মডেলিং করার পর তিনটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ফিরকি ধারাবাহিকের বিদিশা, ধ্রুবতারার মাহি এবং বর্তমানে কালার্স বাংলা তে মন মানে না ধারাবাহিকের টুকটুকি। সাক্ষীর বড় হয়ে ওঠা কলকাতা এবং সিঙ্গুর দুই জায়গাতেই। জনতার কথা কে অভিনেত্রী জানিয়েছেন, আমার মা-বাবা থাকে সিঙ্গুর এবং আমার দেশের বাড়ি কলকাতার রাজপুরে। তাই দুই জায়গাতেই আমার বড় হয়ে ওঠা। বাবার রেলের চাকরির পোস্টিং ছিল সিঙ্গুরে।তিনি জানিয়েছেন ছোটবেলা থেকেই তার অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এখন সফল হয়েছে। আগামী দিনে নতুন কোনো প্রোজেক্টে কি সাক্ষীকে দর্শকরা দেখতে পাবেন? উত্তরে অভিনেত্রী জনতার কথা কে জানিয়েছেন, অনেক জায়গাতেই এখন কাজের কথা চলছে। তবে কনফার্ম না হলে এখনও কিছু বলতে পারব না। সাক্ষীর অভিনয়ের জার্নি আগামী দিনে আরো মসৃণ হোক। জনতার কথা-র পক্ষ থেকে অভিনেত্রীর জন্য রইল অনেক শুভেচ্ছা।